বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম। উপায় একাউন্ট সুবিধাসমূহ

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে যদি আপনি অবগত না হয়ে থাকেন। তাহলে আমাদের আর্টিকেলটি আপনার জন্য।আর জানতে পারবেন উপায় একাউন্ট সুবিধাসমূহ ্সম্পর্কে ।
বাটন-ফোনে-উপায়-একাউন্ট-খোলার-নিয়ম১
বাংলাদেশে অনেক ধরনের মোবাইল ব্যাংকিং সুবিধা চালু রয়েছে তার মধ্যে উপায় একটি। যেহেতু উপায় UCB ব্যাংকের অধীনে তাই এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় ।  আসুন জেনে নেই কিভাবে খুব সহজে বাটন ফোনে একটা উপায় একাউন্ট খুলবো ?

পোস্ট সূচিপত্রঃ বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম

উপায় একাউন্ট খোলার নিয়ম

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম জানার আগে জেনে নেই উপায় একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে।  আমরা বাসায় বসে থেকে খুব সহজে একটি উপায় একাউন্ট খুলতে পারি । যদি বাসায় একটি স্মার্ট ফোন থাকে তাহলে বিষয়টি আরো সহজ হয়। একটি উপায় একাউন্ট খোলা যায় বিভিন্ন উপায়ে । যথাঃ

  • বাটন ফোনে *২৬৮# ডায়াল করে 
  • উপায় অ্যাপ মাধ্যমে
  • কোনো নিকর্টবতী এজেন্ট পয়েন্ট গিয়ে

উপায় একাউন্ট খুলতে যেসকল ডকুমেন্ট লাগে

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম জানার আগে জেনে নেই উপায় একাউন্ট খুলতে যেসকল ডকুমেন্ট লাগে। উপায়ের সকল পরিষেবা এবং সুযোগ সুবিধা পাওয়ার জন্য উপায় মোবাইল ব্যাংকিং এর সকল শর্ত মেনে একটি উপায় একাউন্ট খুলতে হয়। একটি উপায় একাউন্ট খোলার জন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজন সেগুলো হলোঃ

উপায় অ্যাপের জন্যঃ

  • প্রথমত একটি  সচল সিম লাগবে যে সিমে আগে উপায় একাউন্ট খোলা হয়নি 
  • দ্বিতীয়ত একটি অ্যান্ড্রয়েড ফোন এবং ইন্টারনেট সংযোগ লাগবে
  • তৃতীয়ত একটি NID কার্ড যে  NID কার্ড দিয়ে আগে উপায় একাউন্ট রেজিস্ট্রেশন করা হয়নি
  • চতুর্থত ভেরিফিকেশন জন্য যার NID কার্ড সেই ব্যক্তিকে থাকতে হবে

এজেন্ট পয়েন্ট থেকে খোলার জন্য ঃ

  • প্রথমত একটি  সচল সিম লাগবে যে সিমে আগে উপায় একাউন্ট খোলা হয়নি 
  • দ্বিতীয়ত একটি  NID কার্ড যে  NID কার্ড দিয়ে আগে উপায় একাউন্ট রেজিস্ট্রেশন করা হয়নি এবং সেই ব্যক্তি  থাকতে হবে ।
  • তৃতীয়ত   NID কার্ডের এক কপি ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি 

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম

একটি বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম।আপনি খুব সহজেই একটি উপায় একাউন্ট খুলতে পারবেন। একটি বাটন ফোনে একটি উপায় এখন খোলার জন্য শুধুমাত্র একটি সচল সিম প্রয়োজন। যেভাবে আমরা বাটন  ফোনে উপায় এখন খুলবো ঃ

বাটন-ফোনে-উপায়-একাউন্ট-খোলার-নিয়ম2

ধাপ ১। প্রথমে বাটন ফোনের ডায়াল অপশনে গিয়ে *২৬৮# টাইপ করতে হবে 

ধাপ ২ । তারপর আপনার সিম অপারেটর কাছে তথ্য সরবরাহ জন্য অনুমতি চাবে । আপনাকে অনুমতি "YES" দেওয়ার জন্য   1 লিখে সেন্ড করে দিতে হবে ।

ধাপ ৩। তারপর আপনাকে একটি নিচে দেওয়া ছবির মত লেখা দেখাবে। আপনি শুধু সেখানে "OK" চাপ দিবেন ।

ধাপ ৪। তারপর আপনার সিম একটি মেসেজ যাবে সেখানে একটি টেম্পোরারি পিন দেওয়া থাকবে। আপনাকে সেই টেম্পোয়ারি পিনটি ২৪ ঘন্টার মধ্যে সেট করে নিতে হবে

ধাপ ৫। তারপর আবার আপনাকে ডায়াল অপশনে গিয়ে *২৬৮# ডায়াল করতে হবে। নিচে ছবিতে দেওয়ার মতো  আপনাকে যে টেম্পোরারি পিনটি পাটানো হয়েছে সেই পিনটি এখানে বসাতে হবে।


ধাপ ৬। টেম্পোরারি পিনটি দেওয়ার পর আপনাকে একটি নতুন পিন বসাতে হবে। আপনাদের সুবিধার্থে একটা কথা বলে রাখা উচিত যে আপনারা নতুন পিন বসানোর সময় অবশ্যই শুরুতেই কখনো "০", একই সংখ্যা বারবার(যেমনঃ২২২২,৩৩৩৩) এবং এক সিরিয়ালের সংখ্যা(যেমনঃ১২৩৪,৫৬৭৮) কখনো বসাবেন না। আপনি যে পিনটি দিবেন সেটা নিশ্চিতকরনের জন্য পুনরায় আপনার কাছে সেই পিনটি চাবে আপনি সেটা বসিয়ে দিবেন ।

ধাপ ৭। পিন সেটাপ হয়ে যাওয়ার পর আপনার কাছে নিচের ছবির মতো অপশন চলে আসবে ।
আর এভাবে আমরা খুব সহজে একটা উপায় একাউন্ট খুলতে পারি। তবে আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যদি বাটন ফোনের মাধ্যমে উপায় একাউন্টটি খুলে থাকেন তাহলে আপনি উপায় এর সকল ধরনের পরিষেবা গ্রহণ করতে পারবেন না।

আমরা বাটন ফোনে যদি উপায় একাউন্ট খুলে থাকি তাহলে আমরা সর্বোচ্চ ৫০০ টাকা ক্যাশ ইন এবং সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত রিচার্জ করতে পারব। তাই সকল ধরনের পরিষেবা গ্রহণ করার জন্য উপায় অ্যাপের মাধ্যমে আমাদের NID টি ভেরিফিকেশন করতে হবে তাহলে আমরা সকল ধরনের পরিষেবা কখন করতে পারব।আর জানবো উপায় একাউন্ট সুবিধাসমূহ গুলো।

অ্যাপের মাধ্যমে উপায় একাউন্ট খোলার নিয়ম

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানলাম চলুন তাহলে জেনেই নেই অ্যাপের মাধ্যমে উপায় একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। আমাদের হাতে যদি একটি স্মার্ট ফোন থাকে তাহলে আমরা বাসায় বসে থেকে খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে একটি উপায় একাউন্ট খুলে ফেলতে পারি।স্মার্টফোনে উপায় একাউন্ট খোলার জন্য যে সকল কাজগুলো করতে হবে তা নিচে দেওয়া হল ঃ

  • প্রথমে আমাদের google প্লে স্টোরে যেতে হবে সেখান থেকে উপায় লিখে সার্চ করতে হবে এবং সেটি ইন্সটল করে নিতে হবে
  • দ্বিতীয়ত ইন্সটল হয়ে গেলে সেখান থেকে ওপেন করে নিতে হবে। তারপর সরাসরি আমাদেরকে উপায় অ্যাপ এ নিয়ে চলে যাবে। সেখানে  হোমপেজে লগ ইন এবং রেজিস্ট্রেশন এ দুটো অপশন দেওয়া থাকবে।আমাদেরকে রেজিস্ট্রেশনের ক্লিক করতে হবে ।
  • তৃতীয়ত আমাদেরকে যে নাম্বারে আগে কখনো উপায় একাউন্ট খোলা হয়নি সে নাম্বারটি বসিয়ে দিতে হবে এবং সেই নাম্বারটি কোন সিম অপারেটর সেটি সিলেক্ট করে দিতে হবে। আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড গেলে সেটি বসিয়ে দিতে হবে এবং এগিয়ে যান চাপ দিতে হবে
  • চতুর্থত আপনার NID কার্ডের সামনের এবং পিছনের অংশের ছবি চাবে। কিন্তু তার আগে যদি উপায় অ্যাপ এ আপনার ক্যামেরার পারমিশন না দেওয়া থাকে তাহলে আপনাকে পারমিশনটি দিয়ে দিতে হবে। সুন্দর করে আপনার এনআইডি কার্ডের সামনের অংশ এবং পিছনের অংশ ছবি তুলতে হবে। তারপর আপনার একটা সেলফি তুলতে হবে। এই তিনটি কাজ হয়ে গেলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে কেননা সেই সময়টুকুতে আপনার এনআইডি কার্ডে তথ্যগুলো যাচাই-বাছাই করা হবে। 
  • পঞ্চমত যাচাই-বাছাই শেষে আপনাকে পরবর্তী একটা পেজে নিয়ে যাবে। সেখানে আপনাকে আপনার লিঙ্গ , পেশা এবং যাবিত তথ্য দিতে হবে দেওয়া শেষ হলে আপনাকে এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনার ক্যামেরা চালু হলে ভেরিফিকেশনের জন্য আপনার চেহারা সামনে নিয়ে আসতে হবে এবং উপায় অটোমেটিক আপনার চেহারার ছবি তুলে নিবে। শেষে আপনি একটি চার ডিজিটের পিন সেটআপ করে দিলে আপনার একাউন্টটি খুলে যাবে।
  • আর এভাবেই আমরা খুব সহজেই বাসায় বসে থেকেই একটি স্মার্টফোনের মাধ্যমে উপায় একাউন্ট খুলে ফেলতে পারি।

এজেন্ট পয়েন্টে উপায় একাউন্ট খোলার নিয়ম

  •  প্রথমত আমাদের নিকটবর্তী কোন উপায় এজেন্ট পয়েন্টে যেতে হবে। তবে আমাদেরকে এজেন্ট পয়েন্টে যাওয়ার আগে কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। সেগুলো হলো এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এনআইডি কার্ডের এক কপি ফটোকপি।
  • দ্বিতীয়ত একটি সচল সিম এবং যে ব্যক্তির এন আই ডি দিয়ে একাউন্টটি রেজিস্ট্রেশন করা হবে সেই ব্যক্তিকে অবশ্যই উপায়  এজেন্ট পয়েন্টে যেতে হবে।
  • তৃতীয়ত উপায় এজেন্ট পয়েন্ট থেকে আপনাকে একটি ফর্ম দিবে। সেই ফর্মে আপনার  সকল তথ্য দিয়ের পূরণ করতে হবে।ফর্মটি পূরণ করা হয়ে গেলে জমা দিতে হবে।
  • সর্বশেষ আপনার ফোনে *২৬৮# ডায়াল করে একটি পিন সেটাপ করে নিতে হবে। আর এভাবেই উপায় এজেন্ট পয়েন্ট থেকে খুব সহজেই আমরা উপায় একাউন্ট খুলতে পারি।

উপায় একাউন্ট সুবিধাসমূহ 

  • উপায় একাউন্টের মাধ্যমে আমরা খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে টাকা হস্তান্তর করতে পারি।
  • উপায় একাউন্টে ক্যাশ আউট চার্জ খুবই কম এবং আমরা এটিএম সেবা গ্রহণ করতে পারি।
  • উপায়ের মাধ্যমে আমরা খুব সহজেই শিক্ষা প্রতিষ্ঠানের বিল, বিদ্যুৎ বিল,যেকোনো অপারেটর মোবাইল রিচার্জ দিতে পারি
  • পেওনিয়ার থেকে খুব সহজেই আমরা উপায় একাউন্টে টাকা নিতে পারি। আরো অনেক ধরনের সুযোগ সুবিধা আমরা উপায় একাউন্ট থেকে পাব।
জেনে রাখা ভালো, উপায় একাউন্টের কাস্টমার কেয়ার নাম্বার হলো ১৬২৬৮

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম লেখকের শেষকথা

 বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম এবং উপায় একাউন্ট সুবিধাসমূহ  সম্পর্কে আমরা জানলাম। যার মাধ্যমে আমরা খুব সহজেই বাসায় বসে থেকে একটি বাটন ফোন অথবা একটি স্মার্টফোনের মাধ্যমে উপায় এখন খুলতে পারবো। তার সাথে আরো জানলাম কিভাবে এজেন্ট পয়েন্টে গিয়ে উপায় একাউন্ট খোলা যায়।

উপায় একাউন্ট খুলতে যে সকল কাগজ পাতির প্রয়োজন পড়ে। এই আর্টিকেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের জানার সুযোগ করে দিবেন। এরকম আরো আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট টি প্রতিনিয়ত ফলো করবেন। ধন্যবাদ 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url