ছেলেদের ত্বক ফর্সা করার ফেসওয়াস সম্পর্কে বিস্তারিত জানুন

ছেলেদের ত্বক ফর্সা করার ফেসওয়াস সম্পর্কে জানতে হলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আজকে জানবো ছেলেদের ত্বক ফর্সা করতে ফেসওয়াস এবং ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো সেই সম্পর্কে।
ছেলেদের-ত্বক-ফর্সা-করার-ফেসওয়াস১
নিজেকে আমরা সবাই সুন্দর রাখতে চাই। ছেলেরা বাইরে থাকার কারণে যেমন অফিস,স্কুল কলেজ, বন্ধুদের সাথে আড্ডা এবং নিজের কর্ম ক্ষেত্রে ব্যস্ততা এসব কারণে ত্বকের সৌন্দর্য অনেক সময় নষ্ট হয়ে যায়।

পোস্ট সূচিপত্রঃ ছেলেদের ত্বক ফর্সা করার ফেসওয়াস

ছেলেদের ত্বকের জন্য ফেসওয়াস কেন প্রয়োজন

ছেলেরা বেশি সময়ই ঘরের বাইরে নিজেকে রাখতে ভালোবাসে হয় সেটা বন্ধুদের সঙ্গে আড্ডা, স্কুল-কলেজ, চাকরি অর্থাৎ নিজেকে সে যদি কোন পেশার সঙ্গে জড়িয়ে রাখে সেই পেশার প্রয়োজনে তাকে দিনের বেশিরভাগ সময়ে ঘরের বাইরে থাকতে হয়। ফলে তার ত্বকের উপর একটা বিরুপ প্রভাব পড়ে।
 অনেক সময় দেখা যায় সূর্যের আলোর কারণে ত্বকের উজ্জ্বলতাটুকু নষ্ট হয়ে যায়, মুখের মধ্যে একটা কালচে ভাব চলে আসে।ছেলেদের ত্বক ফর্সা করার ফেসওয়াস ব্যবহার করা উচিত।


ছেলেদের ত্বক অনেক সময় রুক্ষ হয়ে যায়। অনেকেই আবার সারাদিনের ব্যস্ততা শেষে সাবান দিয়ে তার মুখ পরিষ্কার করে। এটা ভুল কাজ সাবান দিয়ে মুখ পরিষ্কার করলে মুখের মধ্যে একটা রুক্ষভাবে চলে আসে। যেহেতু সাবান ক্ষার তাই এটা মুখের মধ্যে ব্যবহার করা যাবে না। সেই জায়গায় যদি ফেসওয়াস ব্যবহার করি তাহলে একটা ভালো ফলাফল পাব।

তাই সারাদিনে ব্যস্ততার পর যদি আপনি আপনার ত্বককে খসখসে বা রুক্ষ না রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে ফেস ওয়াস ব্যবহার করতে হবে। কেননা একমাত্র ফেস ওয়াস ব্যবহার করলে আপনার সারাদিনের ব্যস্ততার বা কাজকর্মের পরেও আপনার ত্বক থাকবে ব্রাইট। আমাদের এটা পছন্দ করতে ভুল হয় যে কোন ফেসওয়াস ভালো। 

এটা পছন্দ করার উপায় হলো আপনাকে প্রথমে দেখতে হবে আপনার ত্বকের কোন সমস্যা আছে অর্থাৎ আপনি যদি সমস্যা চিহ্নিত করে ওই সমস্যার জন্য যে ফেসওয়াস উপকারী সেই ফেসওয়াস ব্যবহার করেন। তাহলে আপনার ত্বক থাকবে অনেক ব্রাইট আপনার ত্বকে কখনো রুক্ষভাবে দেখা যাবে না। চলুন আজকে ছেলেদের ত্বক ফর্সা করার পাঁচটি ফেসওয়াস সাথে পরিচিত হই। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ত্বকের জন্য কোন ফেসওয়াস টি ভালো।

ছেলেদের ত্বক ফর্সা করার ফেসওয়াস

সবাই নিজের ত্বককে সুন্দর এবং রুক্ষমুক্ত রাখতে চায়। তবে ত্বকের সমস্যার উপর বিভিন্ন ধরনের ফেসওয়াস মার্কেটে পাওয়া যায়। তাই প্রথমে আমাদের সমস্যা চিনে তারপর সেই সমস্যার জন্য কোন ফেসওয়াস ভালো যদি জানতে পারি তাহলে আমাদের ত্বকের যে সমস্যা সেই সমস্যা দূর করতে সহজ হবে। আমরা আজকে আলোচনা করব কোন পাঁচটি ফেস ওয়াশ ছেলেদের ত্বকের জন্য খুব ভালো।

ছেলেদের-ত্বক-ফর্সা-করার-ফেসওয়াস২
আর আলোচনা শেষে আপনারা হয়তো বুঝতে পারবেন আপনার ত্বকের জন্য কোন ফেসওয়াস ব্যবহার করা উচিত। ফেস ওয়াশ শুধু আমার টক দিয়ে আমাদের ত্বককে ব্রাইট বাড়ায় না এর সাথে সাথে আমাদের স্কিন সতেজ রাখতে সাহায্য করে । চলুন তাহলে আজকে জেনে নেওয়া যাক ছেলেদের ত্বক ফর্সা করার পাঁচটি ফেসওয়াসের নাম।

মেনস ফেয়ার অ্যান্ড লাভলী এখন গ্লো অ্যান্ড হ্যান্ডসাম

সারাদিনের কর্মব্যস্ততার পর আমাদের মুখে যে তৈলাক্ত ভাব থাকে সেটা তো আমাদের দূর করা খুবই জরুরী। কেননা এই তৈলাক্ত ভাবের কারণে আমাদের ত্বক অনেক সময় কালচে হয়ে যায়। যার ফলে মুখের উজ্জ্বলত নষ্ট হয়ে যায়। কিন্তু অনেক সময় আমরা ত্বকের যত্ন নিতেই ভুলে যাই । বাজারে মেনস ফেয়ার অ্যান্ড লাভলী এই ফেসওয়াসটি সচরাচর পাওয়া যায়।

এই ফেসওয়াসটি ব্যবহার করলে মুখের কালচে ভাব এবং তৈলাক্ত ভাব দূর হয়ে যায়। সূর্যের আলোর কারণে অথবা বাইরের ধুলোবালি মুখে পড়ার কারণে আমাদের ত্বকের যে ব্রাইটনেসটা হারিয়ে যায় সেটাকে ফিরিয়ে আনতে মেনস ফেয়ার অ্যান্ড লাভলী ব্যবহার করতে পারি। পুরুষের ত্বকের জন্য মেনস ফেয়ার অ্যান্ড লাভলী এই ফেসওয়াসটি খুবই উপকারী।

এই ফেসওয়াস ব্যবহার করার কারণে ত্বকের মধ্যে রুক্ষভাবে কখনো থাকবে না। ত্বক সতেজ রাখার জন্য অবশ্যই মেনস ফেয়ারা অ্যান্ড লাভলী ফেসওয়াস ব্যবহার করা উচিত। এই ফেসওয়াসটি দিনে দুবার ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমানো যাওয়ার আগে এই ফেসওয়াস দিয়ে মুখ পরিষ্কার করলে।

দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ত্বকে একটা উজ্জ্বলতা ভাব চলে আসছে। আর এই ফেসওয়াসের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সব বয়সের পুরুষরাই এই ফেসওয়াস ব্যবহার করতে পারবে। এই ফেসওয়াসটি ব্যবহার করার পর সূর্যের আলোতেও আপনার ত্বকের উজ্জ্বলতা কখনো নষ্ট হবে না। তবে অবশ্যই বাজার থেকে এই ফেসওয়াসটি কেনার পর গ্লো এন্ড হ্যান্ডসাম লোগো দেখে কিনবেন। আপনার ত্বকে যদি উপরোক্ত সমস্যাগুলো থাকে তাহলে আপন মেনস ফেয়ার অ্যান্ড লাভলী ফেসওয়াস ব্যবহার করতে পারেন।

নিউট্রোজিনা মেন স্কিন ক্লিয়ারিং একনে ফেসওয়াস

আমরা চাই আমাদের ত্বক যেন ভেতর থেকে জীবাণুমুক্ত হয়। অর্থাৎ ত্বকে যেন উজ্জ্বলতা আসে । ত্বকের উজ্জ্বলতা আনার জন্য নিউট্রোজেনা মেন স্কিন ক্লিয়ারিং একনে ফেসওয়াস ব্যবহার করতে পারি। তবে ত্বকের ডার্ক দূর করার জন্য এই ফেসওয়াসটি কার্যকরী ভূমিকা পালন করে থাকে। কিছুদিন যাবত আমার ত্বকের মধ্যে তৈলাক্ত দেখা দেয় পরে কিছুদিন নিউট্রোজিনা স্কিন ক্লিয়ারিং একনে ফেসওয়াস ব্যবহার করার পর ত্বকের মধ্যে একটা উজ্জ্বল ভাব আসে।

 যেহেতু এই ফেসওয়াসটি ত্বকের ভেতর থেকে ময়লা দূর করে তাই আমরা ত্বককে সতেজ রাখার জন্য এবং ফর্সা রাখার জন্য নিশ্চিন্তে এই ফেসওয়াসটি ব্যবহার করতে পারি। এই ফেসওয়াসটি ব্যবহারের পর দেখবেন আপনার ত্বক ফ্রেশ দেখাচ্ছে। অন্যদিকে সেভ করার আগে নিউট্রোজেনা মেন স্কিন ক্লিয়ারিং একনে ফেসওয়াস ব্যবহার করলে ত্বক নরম হয়ে যায় যার ফলে সেভ করতে কোন সমস্যা দেখা দেয় না।

লরিয়াল মেন এক্সপার্ট হাইড্রো এনার্জেটিক ওয়েক আপ-এফেক্ট ফেসওয়াস

রোদে গেলে ত্বক পুড়ে যায় ফলে ত্বকের মধ্যে কালচে ভাব চলে আসে। উজ্জ্বলতা দিন দিন হারিয়ে যায়। চিন্তা নেই সূর্যের আলোর মধ্যে গেলে ত্বকে কোন কালচে ভাব আসবে না এবং ত্বক থাকবে সতেজ ও কোমল। যদি আপনি লরিয়াল মেন এক্সপার্ট হাইড্রো এনার্জেটিক ওয়েক আপ-এফেক্ট ফেসওয়াস ব্যবহার করে থাকেন তাহলে দিন দিন আপনার ত্বক ফর্সা হওয়া শুরু করবে। ছেলেদের ত্বক ফর্সা করার ফেসওয়াস করার জন্য এই ফেসওয়াস কার্যকারী ভূমিকা রাখে।

অন্যদিকে আপনার ত্বকের ভিতর থেকে জীবাণু নষ্ট করে ফেলবে। এতে আপনার ত্বক নতুন প্রাণ পাবে। সবাই চায় স্কিন যেন সবসময় সতেজ থাকে তাহলে লরিয়াল মেন এক্সপার্ট হাইড্রো এনার্জেটিক ওয়েক আপ-এফেক্ট ফেসওয়াসটি ব্যবহার করতে হবে। কেননা এই ফেসওয়াস অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে স্কিনের কোন ক্ষতি হতে দেয় না অন্যদিকে এই ফেসওয়াসে ভিটামিন সি বিদ্যামান।

আর আমরা এটা জানি যে ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। তাই নিজের ত্বককে ঠিক রাখার জন্য আমরা অবশ্যই লরিয়াল মেন এক্সপার্ট হাইড্রো এনার্জেটিক ওয়েক আপ-এফেক্ট ফেসওয়াসটি ব্যবহার করতে পারি। এতে করে আমাদের ত্বক ক্ষতির হাত থেকে বেঁচে যাবে এবং দিন দিন ফর্সা হতে থাকবে।

গার্নিয়ার মেন অয়েল ক্লিয়ার ফেসওয়াস

ত্বকের তৈলাক্ত ভাব দূর করার জন্য এই ফেসওয়াস এর কার্যকারিতা অনেক। এটা ত্বকের ভেতর থেকে তৈলাক্ত ভাবটাকে দূর করে দেয়। আপনি বাইরে থেকে আসার পর আপনার ত্বকের যে তৈলাক্ত ভাব আছে সেটাকে শুধু দূর করার জন্য গার্নিয়ার মেন অয়েল ক্লিয়ার ফেসওয়াসটি ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি এই ফেসওয়াসটি ত্বক নরম,মসৃণ ও কোমল করে।

 যদি আপনার ত্বক বেশি পরিমাণে তৈলাক্ত ভাব চলে আসে তাহলে সেই তৈলাক্ত ভাব দূর করার জন্য শুধুমাত্র আপনি গার্নিয়ার মেন অয়েল ক্লিয়ার ফেসওয়াসটি ব্যবহার করতে পারেন। সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমানোর যাওয়ার আগে এই ফেসওয়াস দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে। তাহলে দেখা যাবে আপনার মুখের তৈলাক্ত ভাব আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে এবং এর পাশাপাশি ত্বক ফর্সা হচ্ছে। তবে অবশ্যই বাজার থেকে কেনার আগে গার্নিয়ার ম্যান অয়েল ক্লিয়ার ডিপ ক্লিসিং আইসি লেখা দেখে কিনবেন।

হিমালয় মেন পিম্পল ক্লিয়ার নিম ফেসওয়াস

অনেক সময় ছেলেদের ত্বকে পিম্পল দেখা দেয়। ফলে ছেলেরা অনেক দুশ্চিন্তায় পড়ে যায় তারা ভাবে যে কিভাবে ত্বক থেকে পিম্পলকে দূর করা যায়। ত্বকের পিম্পল দূর করার জন্য হিমালয় মেন পিম্পল ক্লিয়ার নিন ফেসওয়াশ টি ব্যবহার করতে পারি। এই ফেসওয়াশটি ত্বক থেকে পিম্পল সরিয়ে ফলে ফেলে এবং ত্বককে রাখে অনেক সতেজ। 

তাছাড়াও এ ফেসওয়াটি ত্বকের ব্যাকটেরিয়ার সরাতে সাহায্য করে এবং ত্বকে সহজে ব্রণ উঠে না। তাই ত্বকের পিম্পল এবং ব্যাকটেরিয়া দূর করার জন্য ছেলেরা হিমালয় মেন পিম্পল ক্লিয়ার নিন ফেসওয়াসটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারে। অন্যদিকে ত্বক ফর্সা রাখতেও সাহায্য করে এবং ত্বককে কোমল ও সতেজ রাখতে সাহায্য করে হিমালয় মেন পিম্পল ক্লিয়ার নিম ফেসওয়াসটি।

আপনার ত্বকের যে সমস্যাগুলো আছে সে সমস্যা যদি চিহ্নিত করতে পারেন তাহলে আপনি খুব সহজেই এই ৫টি ফেসওয়াস ব্যবহার করে আপনার ত্বক থেকে সেই সমস্যা দূর করতে পারবেন এবং আপনার ত্বক ফর্সা হতে এই ফেসওয়াসগুলো অনেক সাহায্য করবে।

ছেলেদের ত্বক ফর্সা করার ফেসওয়াস ব্যবহারের নিয়ম

কম-বেশি সবাই নিজেদের সৌন্দর্য রক্ষা করার জন্য আমর ফেসওয়াস ব্যবহার করে থাকি। তবে ফেসওয়াস ব্যবহারের সঠিক নিয়মাবলী জানতে হবে। তাহলে ত্বককে ফর্সা রাখতে পারব। অনেকেই আমরা সারা দিনে ৫ থেকে ৬ বার অর্থাৎ মুখ পরিষ্কার করার বা মুখ পানি দিয়ে ধোয়ার সময় ফেসওয়াস ব্যবহার করে থাকে।

দিনে যদি ৫ থেকে ৬ বার ফেসওয়াস ব্যবহার করা হয় তাহলে ত্বক ফর্সার জন্য তা বেশি কার্যকরী হবে না। ত্বক ফর্সা করার ফেসওয়াস আপনাকে নিয়ম মেনে ব্যবহার করতে হবে। সকালে ঘুম থেকে ওঠার পর যখন আপনি মুখ পরিষ্কার করবেন তখন যদি আপনি ফেসওয়াস দিয়ে মুখ পরিষ্কার করেন তাহলে আপনার মুখের কালচে ভাব এবং যত ব্যাকটেরিয়া আছে সব দূর হয়ে যাবে।

সকালে ঘুম থেকে ওঠার পর ফেসওয়াস প্রতিদিন ব্যবহার করলে দেখবেন একটা ভালো ফলাফল পাচ্ছেন। অন্যদিকে রাতে ঘুমাতে যাওয়ার আগে ফেসওয়াস দিয়ে মুখ পরিষ্কার করে ঘুমাতে পারি এতে করে সারাদিনের মুখের মধ্যে যে তৈলাক্ত ভাব ছিল সেটা দূর হয়ে যাবে এবং ত্বক থাকবে সতেজ এবং নরম। তাই সারাদিন ৫ থেকে ৬ বার ফেসওয়াস ব্যবহার না করে সকালে এবং রাতে এ দুই বেলা ফেসওয়াস ব্যবহার করুন এতে আপনি একটা ভালো ফলাফল পাবেন এবং সাথে আপনার ত্বক সমস্যা থাকলে সেটা দূর হয়ে যাবে।

ছেলেদের ত্বক ফর্সা করার ফেসওয়াস ব্যবহারের অপকারিতা

ত্বক ফর্সা করার জন্য অবশ্যই ফেসওয়াস ব্যবহার করা ভালো কিন্তু আপনার ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো সেটা নির্বাচন করে অবশ্যই ব্যবহার করতে হবে। আপনি যদি আপনার ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো সেটা না বুঝে আপনার ত্বকে যেকোন ফেসওয়াস ব্যবহার করেন এতে উপকারের থেকে ক্ষতি বেশি হবে। কেননা সব কিছুরই একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে।

তাই আপনার ত্বকের জন্য কোন ফেসওয়াস প্রয়োজন সেটা আগে নির্বাচন করুন তারপর সেই ফেসওয়াসটি ব্যবহার করুন। চলুন জেনে নেই ত্বক ফর্সা করার ফেসওয়াশ ব্যবহারের কিছু অপকারিতা। দিনে ৫ থেকে ৬বার ফেসওয়াস ব্যবহার করলে ত্বকের মধ্যে একটা ড্যামেজ ভাব দেখা দেয়। এবং তাতে ত্বকে বয়সের ছাপ দেখা দেয়।

তাই দিনে ৫ থেকে৬ বার ফেসওয়াস ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ফেসওয়াস ব্যবহার করে থাকি এতে করে সেটা আমাদের ত্বকের উজ্জ্বলতা না বাড়িয়ে ত্বকে ব্রণ বা পিম্পল দেখা দেয়। ফেসওয়াস ব্যবহার করার সময় অতিরিক্ত ওয়াশ করা যাবে না কেননা ত্বকে যদি আপনি বেশি করে আঘাত করেন এতে আপনার ত্বক অনেক সময় ড্যামেজ হয়ে যেতে পারে।

অনেক সময় ফেসওয়াস ব্যবহার করার পর স্কিনে অনেক ধরনের ক্রিম ব্যবহার করা হয় যার ফলে ত্বকে ব্রণ উঠতে শুরু করে। অনেকেই আবার ফেসওয়াস ব্যবহার করার পর ক্রিম ব্যবহার করে রোদে যায় এটি করে ত্বকের কালচেভাব দূর না করে বেশি করে ত্বকের ক্ষতি করে ফেলে। তাই নিয়ম মেনে ফেসওয়াস ব্যবহার করতে হবে। চলুন আরো জেনে নেই ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো এবং সেই ফেসওয়াস কিছু কার্যকারী গুন।

ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো

ব্রণ মুখের মধ্যে লেগে থাকে সচরাচর দেখা যায় মুখের মধ্যে অসংখ্য পিম্পল। এটা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যায় যেই পিম্পল আমরা মুখ থেকে কিভাবে সারাবো । চিন্তা করার কোনো কারণ নেই বাজারে অনেকগুলো ফেসওয়াস পাওয়া যায় যেগুলো মুখের ব্রণ সারাতে কার্যকরী ভূমিকা পালন করে।

কিন্তু অনেকেই সেগুলো ফেসওয়াসের নাম না জানার কারণে মুখের মধ্যে ব্রণ নিয়ে ঘুরে বেড়াই। বাজারে অনেক ফেসওয়াস পাওয়া যায় যেগুলো শুধুমাত্র ব্রণের জন্যই ব্যবহার করা হয়। কিন্তু সব ফেসওয়াস ব্রণ সারাতে সাহায্য করে না। ব্রণ সারাতে সাহায্য করে এমন ফেসওয়াসের নাম হলোঃ
  • simple daily skin detox purifying facial wash
  • pond's pimple clear facewash
  • dermalogical breakout clearing foaming wash
  • lakme blush and glow kiwi crush gel face wash
এই ফেসওয়াস গুলো ব্রণের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তাই মুখে যদি বেশি পিম্পল হয়ে থাকে তাহলে এই ফেসওয়াস গুলো ব্যবহার করতে পারেন ।এতে আপনার মুখের পিম্পল দূর হয়ে যাবে এবং আপনার মুখের ত্বক সতেজ,কোমল এবং নরম হবে।

ছেলেদের ত্বক ফর্সা করার ফেসওয়াস সম্পর্কে লেখকের শেষকথা

ছেলেদের ত্বক ফর্সা করার ফেসওয়াস ও ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো সেই সম্পর্কে জানলাম। যেগুলো ত্বককে মসৃণ ও কোমল রাখতে সাহায্য করে কিন্তু এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই ফেসওয়াস ব্যবহার করার আগে আপনার ত্বকের জন্য কোন ফেসওয়াস বেশি কার্যকরী সেটা আগে যাচাই বাঁচাই করবেন। 

তারপর যদি আপনি সেই ফেসওয়াস ব্যবহার করেন তাহলে আপনার ত্বকের সমস্যার পাশাপাশি আপনার ত্বক ফর্সা হতে সাহায্য করবে। এই আর্টিকেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।এইরকম আরো আর্টিকেল সবার আগে পেতে এই ওয়েবসাইটি ফলো করে রাখবেন।ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url